পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও ও রানার নিয়ে এলো কিস্তিতে বাইক কিনে আয় করার সুযোগ!

পাঠাও ও রানার নিয়ে এলো কিস্তিতে বাইক কিনে আয় করার সুযোগ

পাঠাও বাইক ফাইন্যান্সিং

পাঠাও ও রানার আপনার জন্য নিয়ে এলো স্বল্প কিস্তিতে মোটরবাইক কিনে আয় করার দারুণ সুযোগ! লিস্টে থাকা আপনার পছন্দের যেকোনো মোটর সাইকেল কিনুন স্বল্প পরিমাণের ডাউন পেমেন্ট দিয়ে এবং কার্যকর EMI সিস্টেমের মাধ্যমে।

 

প্রোডাক্ট ক্যাটাগরিঃ

আপনার সুবিধার্থে কিস্তি পরিশোধের সিস্টেমটি দুই ভাগে ভাগ করা হয়েছেঃ

  • ২০% ডাউন পেমেন্ট, ১২ মাস এর কিস্তি।
  • ২০% ডাউন পেমেন্ট, ১৮ মাস এর কিস্তি।

২০% ডাউন পেমেন্ট, ১২ মাস EMI

 

সিরিয়াল মোটর বাইক মূল্য ডাউন পেমেন্ট EMI
নাইটরাইডার ১৪১,৫০০ ২৮,৩০০ ১০,৫৬৫
টার্বো ১১৫,৫০০ ২৩,১০০ ৮,৬২৪
রয়াল+ ৮৮,৫০০ ১৭,৭০০ ৬,৬০৪
বুলেট ৯২,৫০০ ১৮,৫০০ ৬,৯০৭
F100-6A ৭৭,৫০০ ১৫,৫০০ ৫,৭৮৭
চিটা ৭৬, ৫০০ ১৫,৩০০ ৫,৭১২
কাইট+ ৮০,৫০০ ১৬,১০০ ৬,০১১
AD-80S Deluxe ৬৬, ৫০০ ১৩,৩০০ ৪,৯৬৫
বাইক-আরটি ৫৬, ৫০০ ১১,৩০০ ৪,২১৯

 

২০% ডাউন পেমেন্ট, ১৮ মাস EMI

 

সিরিয়াল মোটর বাইক মূল্য ডাউন পেমেন্ট EMI
নাইটরাইডার ১৪১,৫০০ ২৮,৩০০ ৭,৪২১
টার্বো ১১৫,৫০০ ২৩,১০০ ৫,৭৪৯
রয়াল+ ৮৮,৫০০ ১৭,৭০০ ৪,৪০৫
বুলেট ৯২,৫০০ ১৮,৫০০ ৪,৬০৪
F100-6A ৭৭,৫০০ ১৫,৫০০ ৩,৮৫৮
চিটা ৭৬, ৫০০ ১৫,৩০০ ৩,৮০৮
কাইট+ ৮০,৫০০ ১৬,১০০ ৪,০০৭
AD-80S Deluxe ৬৬, ৫০০ ১৩,৩০০ ৩,৩১০
বাইক-আরটি ৫৬, ৫০০ ১১,৩০০ ২,৮১২

নোটঃ মোটর সাইকেল রেজিস্ট্রেশন ফি, ডাউন পেমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত নয়। প্রসেসিং এর জন্য, রানার এর কাছে রেজিস্ট্রেশান ফি দেওয়া আবশ্যক। প্রাথমিকভাবে মোটর বাইকটি রানার এর নামে রেজিস্ট্রেশান করা হবে। কিস্তির পেমেন্ট সফল হওয়ার ভিত্তিতে মোটরবাইক এর মালিকানা হস্তান্তর করা হবে।

প্রথম ধাপ:

প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহঃ

 

অফারটি গ্রহণ করতে ইচ্ছুক হলে, নিম্নোক্ত কাগজপত্র সহকারে আমাদের বনানী অফিসে চলে আসুনঃ

 

১। আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

২। জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ জন্ম নিবন্ধনের ফটোকপি

৩। সাম্প্রতিক গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, ওয়াসা বিল এর কপি।

৪। ড্রাইভিং লাইসেন্স / লার্নার লাইসেন্স এর কপি।

৫। ব্যাংক স্টেটমেন্ট (গত ৬ মাস) / MFS স্টেটমেন্ট (বিকাশ, রকেট, ইত্যাদি) গত ৬ মাস এর।

৬। গ্যারেন্টার এর তথ্যঃ

  • ১ম গ্যারেন্টার ঢাকা থেকে হতে হবে
  • ২য় গ্যারেন্টার  ঢাকা থেকে হতে হবে
  • নাম, ঠিকানা, ১ কপি পাসপোর্ট সাইজ ফটো এবং দুই  গ্যারেন্টার এর NID এর ফটোকপি

 

৭। পেশাঃ

আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেনঃ

আবশ্যক ডকুমেন্টঃ  সেলারি সার্টিফিকেটের অরিজিনাল কপি।  

অপশনাল ডকুমেন্টঃ ৩ মাসের ইনকাম ট্যাক্স রিসিট (যদি কোন থেকে থাকে) সেলারি স্লিপ/ ইনকাম ট্যাক্সের রিসিট (যদি থেকে)
ফটোকপি আবশ্যক

আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেনঃ

আবশ্যক ডকুমেন্টঃ ট্রেড লাইসেন্স এর কপি (রিনিউ করা আবশ্যক)

অপশনাল ডকুমেন্টঃ ইনকাম ট্যাক্স রিসিট (যদি কোন থেকে থাকে)

 

৮। যদি আপনি পাঠাও রাইডার হয়ে থাকেনঃ

আবশ্যক ডকুমেন্টঃ পাঠাও অফিস থেকে HR লেটার যা আপনি পাঠাও অফিস থেকেই সংগ্রহ করতে পারবেন।

 

নোটঃ যেসকল রাইডার সফলভাবে ৩ মাস পাঠাও এর সাথে রাইড দিয়েছেন এবং ৪৫,০০০ টাকার বেশি মাসিক আয় করেছেন তাদের জন্যই কেবলমাত্র এই অফারটি প্রযোজ্য। সাসপেন্ডেড বা ইন-অ্যাকটিভ রাইডাররা এই অফারটি পাবেন না।

 

  ৯। আপনি যদি স্টুডেন্ট বা বেকার হয়ে থাকেনঃ

  • গ্যারেন্টারের এফিডেবিট (২০০ টাকার স্ট্যাম্প পেপারে)
  • গ্যারেন্টার এর গত ৫ মাস এর ব্যাংক স্টেটমেন্ট
  • সিকিউরিটি চেক (পোস্ট ডেটেড)

   

 ১০। ব্যাচেলর হয়ে থাকলেঃ

গ্যারেন্টার এর নিম্নলিখিত ডকুমেন্টগুলো দিতে হবে –

  • NID এর কপি
  • এউটিলিটি বিল এর কপি
  • রেসিডেন্স প্রমান হিসেবে এফিডেবিট ( (২০০ টাকার স্ট্যাম্প পেপারে)

   ১১। মাসিক আয় কম হলেঃ

গ্যারেন্টার এর নিম্নলিখিত ডকুমেন্টগুলো দিতে হবে –

  • গ্যারেন্টার এর ব্যাংক স্টেটমেন্ট
  • গ্যারেন্টার এর সিকিউরিটি চেক
  • ২০০ টাকার স্ট্যাম্প পেপারে এফিডেবিট

 

সকল এফিডেবিট ফরম্যাট পাঠাও অফিসে অ্যাভেইলবল

 

বিঃদ্রঃ সকল ডকুমেন্ট অবশ্যই নোটারি অথবা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার কর্তৃক অ্যাটেস্টেড হতে হবে।

আপনার ডকুমেন্ট এর ছবি ০১৯৪৮৮৮৮৪৫১ এ Whatsapp দিয়ে পাঠিয়ে দিতে হবে, প্রাথমিক ভেরিফিকেশন এর জন্য।

 

আমাদের ঠিকানা:

হাউজ # ১২, ফ্লোর # ২, রোড # ২/৩, ব্লক – এফ, চেয়ারম্যান বাড়ি, বানানী – ১২১৩
হটলাইন – ০৯৬৭৮১০০৮০০, Ext. – ৩

দ্বিতীয় ধাপ:

ডকুমেন্ট প্রসেসিং:

 

আপনার দলিলপত্র পাওয়ার পর, আমরা তথ্যগুলো যাচাই করে উপযুক্ত প্রোফাইল গুলো রানার এর কাছে দেব শেষ মূল্যায়ন এর জন্য। তারা ভেরিফিকেশন করবে ও উপযুক্ত প্রার্থীদের জানিয়ে দেবে ডাউন পেমেন্ট ও রেজিস্ট্রেশন ফি দেওয়ার ব্যাপারে।

 

তৃতীয় ধাপ:

কিস্তি পরিশোধ পদ্ধতিঃ

১২ মাস এর EMI এর জন্য, রানার আপনাকে ১৩টি পোস্ট ডেটেড চেক জমা দিতে বলবে, ১২টি  কিস্তির জন্য এবং ১টি সিকিউরিটি চেক হিসেবে। ১৮ মাস এর EMI এর জন্য, রানার আপনাকে ১৯টি পোস্ট ডেটেড চেক জমা দিতে বলবে, ১৮টি কিস্তির জন্য এবুং ১টি সিকিউরিটি চেক হিসেবে। প্রতি মাসে, একটি নির্দিস্ট দিনে রানার কিস্তির টাকা আবেদনকারীর অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে নিবে।

 

বিঃদ্রঃ
অ্যাপ্লিকেশনটি একটি MFS অ্যাকাউন্ট দিয়ে প্রসেস করা হবে। কিন্তু কিস্তি দেয়ার জন্য, আবেদনকারীর একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।