পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

ঢাকায় পার্সেল ডেলিভারি করেও আয় করুন

পার্সেল ডেলিভারি করেও আয় করুন!

এখন আপনি শুধু রাইড শেয়ার করেই না, পার্সেল ডেলিভারি করেও আয় করতে পারেন। পদ্ধতি টি খুব সিম্পল! আপনি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের মাধ্যমে পার্সেল ডেলিভারির রিকোয়েস্ট পেতে পারেন।

তার আগে কিছু জিনিস জানতে হবেঃ

সেন্ডার যদি পেমেন্ট সম্পন্ন করার মেথড হিসেবে সেন্ডার পেমেন্ট সিলেক্ট করেন, তবে আপনি পিক-আপ স্থান থেকে পেমেন্ট সংগ্রহ করবেন। কিন্তু সেন্ডার যদি পেমেন্ট সম্পন্ন করার মেথড হিসেবে রিসিভার পেমেন্ট সিলেক্ট করেন, তবে আপনি অবশ্যই রিসিভারকে কল করে পেমেন্ট মেথড সম্পর্কে নিশ্চিত হয়ে নিবেন। পার্সেল হাতে বুঝে পাওয়ার পর এবং পেমেন্ট মেথড সম্পর্কে নিশ্চিত হয়ে ট্রিপ চালু করবেন। 

প্রত্যেকটি পার্সেল জিপিএস দ্বারা নজরে রাখা হয়।

তবে ইউজারদের খাতিরে, আপনি পার্সেল ডেলিভারি করার সময় কোন রাইড নিতে পারবেন না। সে অনুযায়ী, ডেলিভারি দেওয়ার সময় আপনি কোন রিকোয়েস্ট পাবেন না।

মিনিমাম ফেয়ার হবে ১৫০ টাকা; ৫ কিলোমিটার ভিতরে মোট ভাড়া পড়বে ১৫০ টাকা, এবং পরের প্রতি কিলোমিটারে অতিরিক্ত ২০ টাকা ভাড়া যোগ হবে।

২ কেজির বেশি পার্সেল বহনযোগ্য নয়। । পার্সেল এর মাপ অবশ্যই ১২ ইঞ্চি*১২ ইঞ্চি*১২ ইঞ্চি সাইজ এর বেশি হতে পারবেনা।

পার্সেল গ্রহণ করার পর, পার্সেলটি যদি সন্দেহজনক মনে হয় অথবা সঠিক মাপের এবং সঠিক ওজনের না হয়, তবে তা সেন্ডারের সামনে দাঁড়িয়ে ভাল করে খুলে চেক করে দেখে নিবেন। যদি তা সম্ভব না হয়, সেন্ডারের হাতে পার্সেলটি ফেরত দিয়ে, ট্রিপটি ক্যান্সেল করে দিতে হবে। 

পাঠাও পার্সেল সার্ভিস দ্বারা যা পাঠাতে পারবেন নাঃ

– কোনো খাদ্য বা পানি জাতীয় দ্রব্য

– দলিল, চেক, পাসপোর্ট, ইত্যাদি

– মাদক, অস্ত্র বা অন্য কোনো অবৈধ পণ্য

আপনার আয়ের উৎসে পাঠাও পার্সেলের সাথে যুক্ত করুন এক নতুন স্বাদ। ডেলিভার করুন পণ্য, আর বেশি বেশি আয় করুন!

ডাউনলোড পাঠাও অ্যাপ