পাঠাও ফুডঃ শেয়ার-আ-মিল ক্যাম্পেইন!
- Uncategorized
- মার্চ 31, 2024
আবারও আমাদের মাঝে এলো পবিত্র রামাদান, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা নিজেকে পরিশুদ্ধতার পাশাপাশি অন্যকেও যথাসাধ্য সহযোগিতা করে, সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করি। এই প্রচেষ্টা থেকে উৎসাহিত হয়ে সুবিধাবঞ্চিতদের সাথে থাকার লক্ষ্যে পাঠাও ফুড, অভিযাত্রিক ফাউন্ডেশন-এর সাথে নিয়ে এলো শেয়ার-আ-মিল ক্যাম্পেইন।
শেয়ার-আ-মিল কি?
শেয়ার-আ-মিল একটি সবার মাঝে আনন্দ ভাগ করে নেওয়ার একটি উদ্যোগ। ভাগ্য-বিড়ম্বিত যারা, তাদের জীবনে ভূমিকা রাখতে এবং পাঠাও ফুড-এর মাধ্যমে ইউজাররা যাতে নিজেদের খাবার তাদের সাথে ভাগ করে নিয়ে পারে সেজন্য এই ক্যাম্পেইনটি।
২৫ মার্চ থেকে ৩ এপ্রিল, ২০২৪-এর মধ্যে এই উদ্যোগে যোগ দিতে পারবেন।
যেভাবে যোগ দিবেনঃ
যোগ দিতে নিচের স্টেপগুলো দেখে নিনঃ
• পাঠাও অ্যাপ ওপেন করে পাঠাও ফুড-এ যান
• শেয়ার-আ-মিল ট্যাবে গিয়ে সেখান থেকে পছন্দের রেস্টুরেন্টে অর্ডার দিন
• অর্ডার সিলেকশনের সময় অ্যাড-অন অপশন আসবে, সেখান থেকে আপনার মিল ডোনেট করার অপশন আসবে।
• আপনি ডোনেট করার অপশন সিলেক্ট করে অর্ডার কনফার্ম করে, ওয়েইট করুন ডেলিভারির জন্য এবং পেমেন্ট করে দিন।
আপনার শেয়ার করা এই ডোনেশনটি আমরা অভিযাত্রিক ফাউন্ডেশন-এর ৫ তারিখের ইফতার আয়োজনের মাধ্যমে ভাগ্য-বিড়ম্বিতদের কাছে পৌঁছে দিবো।
আমাদের এই উদ্যোগে অভিযাত্রিক ফাউন্ডেশনকে সাথে পেয়ে আমরা গর্বিত। আশা করি, আপনারাও আমাদের সাথে থাকবেন, এই ক্যাম্পেইনটি সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।