পাঠাও প্রেস
আমাদের প্রেস রিলিজ, প্রেস কভারেজ ও প্রেস কিট

পাঠাও প্রেস
এক হাজারের ও বেশি সুবিধাবঞ্চিত শিশুর জন্য ইফতার আয়োজন করলো পাঠাও ও ইয়ুথস ভয়েস
প্রজেক্ট চনা পিয়াজু (PCP) ২০২৫, ইয়ুথস ভয়েস-এর অন্যতম বৃহত্তম মানবিক উদ্যোগ, এ বছর এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। ঢাকা, চট্টগ্রাম, নওগাঁ, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও খুলনা—এই ছয়টি শহরে একযোগে অনুষ্ঠিত হয়ে, এটি ১০০০+ সুবিধাবঞ্চিত শিশুকে রমজানের আনন্দ উপভোগের সুযোগ করে দিয়েছে। ২০১১ সাল থেকে PCP ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
৩৫০ স্বেচ্ছাসেবক, এবং ২০০+ সদস্য ও অতিথিদের অংশগ্রহণে এবারের ইভেন্ট শুধুমাত্র ইফতার বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। শিশুদের জন্য বিনোদন, মেহেদি, ফেস পেইন্টিং এবং ঈদ উপহার প্রদান করা হয়, যাতে তারা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। প্রতিটি শিশু নতুন ঈদের পোশাক এবং পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ স্মাইল প্যাক পেয়েছে।
পাঠাও-এর মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট, আবরার হাসনাইন বলেন,
“পাঠাও কেবল একটি প্রতিষ্ঠান নয়; আমরা মানুষের জীবনে সত্যিকারের প্রভাব রাখার চেষ্টা করি। প্রজেক্ট চনা পিয়াজু ২০২৫-এ অংশগ্রহণের মাধ্যমে আমরা এমন শিশুদের পাশে দাঁড়াতে পেরেছি, যারা প্রায়শই আমাদের চোখের আড়ালে থেকে যায়। ঈদের আনন্দ তাদের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ আমাদের প্রকৃত মূল্যবোধের প্রতিফলন।”
ইয়ুথস ভয়েস-এর প্রেসিডেন্ট আরিফিন তাহের বলেন,
“গত ১৪ বছর ধরে প্রজেক্ট চনা পিয়াজু মানুষকে একত্রিত করেছে, যাতে কোনো শিশু রমজানের আনন্দ থেকে বঞ্চিত না হয়। এবছর এটি দেশব্যাপী সম্প্রসারিত করার মাধ্যমে আরও বেশি শিশুর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। ইফতার থেকে ঈদ উপহার—আমরা চেয়েছি প্রতিটি শিশু যেন এই উৎসবে মূল্যবান ও অন্তর্ভুক্ত বোধ করে।”
এবােরর সফল আেয়াজন সম্ভব হেয়েছ পাঠাও-এর সহেযািগতার মাধ্যেম, যা PCP ২০২৫-ক এখন পযন্ত সবেচেয় সফল ও প ্ রভাবশালী সংস্করেণ পিরণত কেরেছ। এছাড়াও BSRM, Art & Beauty by Alifa Noor ‘Bridal Studio : Salon : Spa’ আিথক সহেযাগীতা এবং Artland ইেভন্টটি ডকুেমন্ট কের, এবং JMG স্মাইল প্যােকর জন্য সমাই সরবরাহ কের এিগেয় এেসেছ।
Youth’s Voice আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে সকল অংশীদার, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের, যাদের অক্লান্ত প্রচেষ্টায় PCP ২০২৫ বাস্তবায়িত হয়েছে। এই সফলতা সম্প্রদায়ের ঐক্য, উদারতা এবং স্বেচ্ছাসেবার শক্তির এক অনন্য দৃষ্টান্ত।