পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পেমেন্ট পাবেন ইন্সট্যান্টলি ব্যবসা বাড়বে তাড়াতাড়ি

এখন InstaPay-তে পেমেন্ট পাবেন Instantly

পাঠাও কুরিয়ার মার্চেন্টদের জন্য এবার চলে এলো InstaPay! এখন InstaPay ব্যবহার করে প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে ক্যাশ অন ডেলিভারির টাকা পেয়ে যাবেন Pathao Pay অ্যাকাউন্টে। এটি একটি অটোমেটেড পেমেন্ট সিস্টেম হওয়ায়, ছুটির দিন কিংবা অফিস আওয়ারের পরে ডেলিভারি হলেও পেমেন্ট পাবেন সাথে সাথেই, যা আপনার Pathao Pay অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে।

আসুন জেনে নেই কীভাবে InstaPay অ্যাকাউন্টে সাইন-আপ করবেন,

১। প্রথমেই আপনার পাঠাও কুরিয়ার অ্যাপে  সাইন-ইন করুন।

২। Enable InstaPay বাটনে ক্লিক করুন।

৩। তারপর Enable Now  বাটনে ক্লিক করুন

৪। আপনার যদি Pathao Pay Merchant অ্যাকাউন্ট থাকে তাহলে Next বাটনে ক্লিক করুন। আর না থাকলে App Store অথবা Google Play থেকে Pathao Pay Merchant অ্যাপটি ডাউনলোড করে নিন।

৫। আপনার মোবাইল নম্বর ও এনআইডি দিয়ে Pathao Pay Merchant অ্যাকাউন্টে সাইন-আপ করে নিন।

৬। এনআইডি ভেরিফাই হতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে।

৭। এবার পাঠাও কুরিয়ার অ্যাপে ফেরত যান। Next বাটনে ক্লিক করুন।

৮। Pathao Pay Merchant অ্যাকাউন্টে ব্যবহৃত মোবাইল নম্বরটি দিয়ে Connect করুন।

৯। এখন আপনার Pathao Pay Merchant অ্যাকাউন্টটির Information চেক করে Confirm বাটনে ক্লিক করুন।

ব্যস! আপনার কাজ শেষ। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার InstaPay Enable হয়ে যাবে।

একইভাবে আপনি ডেস্কটপ মার্চেন্ট প্যানেল থেকেও InstaPay-তে সাইন-আপ করতে পারবেন।