পাঠাও মার্চেন্ট প্যানেলে অর্ডার প্লেসমেন্টের সহজ পদ্ধতি!
- পাঠাও কুরিয়ার
- আগস্ট 7, 2024
পাঠাও কুরিয়ারের মাধ্যমে সারাদেশে আপনার গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়া সবচেয়ে সহজ। আপনার মার্চেন্ট প্যানেল কিংবা মার্চেন্ট অ্যাপ থেকে একটি অর্ডার প্লেস করলেই হচ্ছে। এরপর নিশিন্তে থাকতে পারেন, পাঠাও কুরিয়ার হোম পিকআপ করে পৌঁছে দিবে আপনার গ্রাহকের দোরগোড়ায়।
আসুন জেনে নেই কিভাবে একটি অর্ডার প্লেস করতে হয়:
- প্রথমে পাঠাও মার্চেন্ট অ্যাপ অথবা মার্চেন্ট প্যানেলে প্রবেশ করুন
- Create Order বাটন অথবা New Delivery বাটনে ক্লিক করুন।
- তারপর “ Store Name” থেকে আপনার পিকাপ স্টোর সিলেক্ট করুন এবং Product Type সিলেক্ট করুন।
- Recipient Details সেকশনে রিসিভারের নাম, মোবাইল নাম্বার, ডেলিভারি এরিয়া এবং ঠিকানা বিস্তারিতভাবে লিখুন।
- তারপর Delivery Details সেকশন থেকে Delivery Type, Total Weight এবং Quantity সিলেক্ট করুন।
- এরপর ডেলিভারির সময় যেই নির্দিষ্ট এমাউন্ট রিসিভারের কাছ থেকে সংগ্রহ করতে চান, সেটি Amount to collect বক্সে লিখুন।
- তারপর Item Description & Price বক্সে আপনি কি ধরনের প্রোডাক্ট পাঠাচ্ছেন এবং সেটির মূল্য লিখতে পারেন। এছাড়া পাঠাওকে কোনো বিশেষ নির্দেশনা দিতে চাইলে “Special Instruction” বক্সে লিখুন।
- সবশেষে “Save” বাটনে ক্লিক করুন।
অভিনন্দন! আপনি সফলভাবে একটি অর্ডার এন্ট্রি করতে পেরেছেন।