নেক্সট পাঠাও ফুড অর্ডারে ডিসকাউন্ট নিন সহজে
- পাঠাও ফুড
- সেপ্টেম্বর 10, 2024
বেস্ট ডিলস পেতে ব্যবহার করুন রেস্টুরেন্টস ডিসকাউন্ট
ভালো ডিসকাউন্ট পেতে কে না পছন্দ করে? আপনার নেক্সট মিল অর্ডার করার আগে চেক করে নিন রেস্টুরেন্টটি পাঠাও ফুড-এ কোনো স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে কী না! আপনি যেন কম টাকায় মজাদার খাবার উপভোগ করতে পারেন তাই অনেক রেস্টুরেন্ট নিয়মিত ছাড় দিয়ে থাকে। সেট মিল ডিল বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারস থেকেও আপনি ভালো সাশ্রয় করতে পারবেন। অর্ডার থেকে আরও সুবিধা পেতে সবসময় ফুড ডেলিভারির জন্য কুপন বা প্রোমো কোড দেওয়া রেস্টুরেন্ট খুঁজে নিন।
এক্সক্লুসিভ ডিসকাউন্টস এবং প্রোমোস
পাঠাও ফুড প্রায়ই ইউজারদের জন্য প্রি ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। ফুড বিল কমাতে অথবা ভালো মিল ডিলস পেতে, প্রোমো কোডস এবং ফুড কুপনসের জন্য পাঠাও ফুড-এ চোখ রাখুন। অন্যান্য ফুড ডেলিভারি সার্ভিসের সাথে তুলনা করলে দেখা যায়, পাঠাও ফুড-এর দারুণ প্রোমোগুলো সবচেয়ে বেস্ট ফুড ডেলিভারি ডিলস দিয়ে থাকে। কীভাবে পাঠাও ফুড প্রোমোস পাবেন? পাঠাও ফুড অ্যাপের ‘Available Promos’ ট্যাবে গেলেই দেখতে পাবেন।
ফ্রি ডেলিভারি রেস্টুরেন্টস? অবশ্যই!
পাঠাও ফুড-এ কীভাবে ফ্রি ডেলিভারি পাবেন জানতে চান? যেসব রেস্টুরেন্টগুলো ফ্রি ডেলিভারি দিচ্ছে সেগুলো থেকে অর্ডার করুন! পাঠাও অ্যাপ-এ প্রায়ই জনপ্রিয় অনেক রেস্টুরেন্ট ফ্রি ডেলিভারি দিয়ে থাকে, এজন্য অর্ডার করার আগে ফ্রি ডেলিভারি আছে কী না তা চেক করে নিন।
ফ্রেন্ডসদের রেফার করে জিতুন ডিসকাউন্টস
ডিসকাউন্ট পাওয়ার আরেকটি দারুণ উপায় হলো রেফারেল ডিসকাউন্টস! ফ্রেন্ডসদের পাঠাও অ্যাপ ব্যবহার করার জন্য ইনভাইট করলে পেয়ে যাবেন রেফারেল ডিসকাউন্টস! যিনি আপনার রেফারেল কোড দিয়ে পাঠাও অ্যাপ ইউজ করা শুরু করবেন তিনি তার প্রথম অর্ডারে ডিসকাউন্ট তো পাবেনই এছাড়া আপনিও রিওয়ার্ড পাবেন।
ডিসকাউন্ট না থাকলে ব্যবহার করুন পাঠাও পয়েন্টস
অনেকসময় আপনার পছন্দের রেস্টুরেন্টে ডিসকাউন্ট নাও থাকতে পারে। তখন আপনার জন্য আছে পাঠাও পয়েন্টস! আপনার নেক্সট অর্ডারে পাঠাও পয়েন্টস রিডিম করে পেয়ে যাতে পারেন বিশাল ডিস্কান্টট বা ফ্রি মিল! ডিসকাউন্ট ছাড়া পাঠাও ফুড অর্ডারে টাকা বাঁচানোর সবচেয়ে সহজ উপায় পাঠাও পয়েন্টস রিডিম করা।
বিভিন্ন ধরণের ডিসকাউন্ট ডিলস অফারের মাধ্যমে কম খরচে বেস্ট ডিলস দিতে পাঠাও সবসময় আছে আপনার পাশে। নেক্সট টাইম অর্ডার করার সময় এই টিপসগুলো ফলো করলেই হবে। তাহলে আজই পাঠাও অ্যাপ ডাউনলোড করে ফেলুন আর অর্ডার করে উপভোগ করুন আপনার পছন্দের খাবার।