পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও ফুড-এ বার্গার এক্সপ্রেস থেকে অর্ডার দিয়ে জিতুন টিভি

পাঠাও ফুড ও বার্গার এক্সপ্রেস নিয়ে এলো ফুটবল বিশ্বকাপ ২০২২ উপলক্ষে টিভি জিতে নেওয়ার আকর্ষণীয় সুযোগ। প্রতি সপ্তাহে পাঠাও ফুড-এ বার্গার এক্সপ্রেস থেকে সর্বোচ্চ অর্ডারকারীকে দেওয়া হবে একটি র‍্যাংগস-এর ৪৩ ইঞ্চি ফুলএইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি। বিশ্বকাপের চার সপ্তাহে দেওয়া হবে চারটি টিভি। সপ্তাহজুড়ে যত বেশি অর্ডার তত বেশি হবে আপনার টিভি জিতে নেওয়ার সম্ভাবনা। 

আসুন জেনে নেই যেভাবে জিতবেন এই টিভিঃ

১) পাঠাও অ্যাপ ওপেন করে Burger Xpress থেকে সবচেয়ে বেশিবার বার্গার অর্ডার করো।

২) এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য অন্তত ১৫০ টাকা অর্ডার করতে হবে।  

৩) সপ্তাহ শেষে সবচেয়ে বেশি অর্ডারকারী জিতবেন একটির‍্যাংগস-এর ৪৩ ইঞ্চি ফুলএইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি।

৪) প্রতি সপ্তাহে একজন বিজয়ী হবেন। 

৫) একজন একবারের বেশি বিজয়ী হতে পারবেন না। 

৬) ক্যাম্পেইন টাইমলাইনঃ

সপ্তাহতারিখ
১ম সপ্তাহ২৪ নভেম্বর – ৩০ নভেম্বর
২য় সপ্তাহ১ ডিসেম্বর – ৭ ডিসেম্বর
৩য় সপ্তাহ৮ ডিসেম্বর – ১৪ ডিসেম্বর
৪র্থ সপ্তাহ১৫ ডিসেম্বর – ২০ ডিসেম্বর

শর্তাবলীঃ 

  • সর্বনিম্ন অর্ডার: ১৫০ টাকা অর্ডার করতে হবে
  • ক্যাম্পেইনের সময়সীমাঃ ২৪ নভেম্বর ২০২২ থেকে ২০ ডিসেম্বর ২০২২
  • বিজয়ী ঘোষনা করা হবেঃ ২৬ ডিসেম্বর ২০২২
  • বিজয়ী ঘোষনা করার সময় সমান সংখ্যক অর্ডার থাকলে, সবচেয়ে বেশি অর্ডার এবং সর্বমোট অর্ডার ভ্যালুর উপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হবে। 
  • বিজয়ী সিলেক্ট করার ক্ষেত্রে পাঠাও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
  • পাঠাও বিজয়ীর সাথে সরাসরি যোগাযোগ করবে।
  • পাঠাও যে কোন সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।
  • পাঠাও-এর সরাসরি কর্মরত কেউ এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবে না।
  • একজন একবারের বেশি বিজয়ী হতে পারবেন না। 
  • এটি শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য। 
  • সমসাময়িক চলা অন্য ক্যাম্পেইনের বিজয়ী এ ক্যাম্পেইনের বিজয়ী হতে পারবেন না। একজন ব্যক্তি শুধুমাত্র একটি ক্যাম্পেইনেরই বিজয়ী বলে গন্য হবেন। 
  • কেউ যদি একাধিক সমসাময়িক ক্যাম্পেইনের বিজয়ী হন তাহলে তাকে তুলনামূলক বড় প্রাইজের জন্য বিজয়ী করা হবে।

বিঃ দ্রঃ

  • কোনো প্রকার প্রতারণামূলক কাজের মাধ্যমে ক্যাম্পেইনের নিয়মভঙ্গ হলে ইউজারের অংশগ্রহণ বাতিল করা হবে।