পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

পাঠাও বাইকে এখন দেশের সর্বনিম্ন কমিশন রেট

পাঠাও অ্যাপ এ এখন আয় হবে আগের চেয়ে বেশি। কারণ পাঠাও বাইকে এখন পিক আওয়ারে ১০% কমিশন এবং অফ-পিক আওয়ারে ১৫% কমিশন।

জেনে নিন পাঠাও বাইক এর নতুন কমিশন রেট:

  • পিক আওয়ার: ১০% কমিশন রেট প্রতিদিন সকাল ৮টা – সকাল ১১টা এবং বিকেল ৫টা- রাত ৮টা পর্যন্ত
  • অফ-পিক আওয়ার: ১৫% কমিশন রেট প্রতিদিন বিকাল ৫টা – রাত ৮ টা এবং রাত ৮টা-সকাল ৮টা পর্যন্ত 

শর্তাবলী:

১। নতুন কমিশন রেট ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এর সকল রাইডারদের জন্য প্রযোজ্য।

২। পাঠাও কমিশন সংক্রান্ত যেকোনো পরিবর্তন কোন প্রকার পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন কিংবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

৩। এই কমিশন রেট নতুন কোন ঘোষণা আসার আগ পর্যন্ত চলমান থাকবে। 

৪।  যেকোনো ধরনের ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকুন। কোন রাইডার যদি ফ্রড বা প্রতারণামূলক কার্যক্রম করে থাকেন তবে পাঠাও যেকোনো সময় তাকে সাসপেন্ড করার অধিকার সংরক্ষণ করে।

তাই বৈধ উপায়ে আয় করুন সবচেয়ে বেশি। পাঠাও এর সাথে নিশ্চিন্ত এবং নিরাপদ থাকুন।