নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আছে পাঠাও টং-এ
- সার্ভিস আপডেটস
- আগস্ট 12, 2024

আপনার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এখন আপনার হাতের মুঠোয়! বাংলাদেশের জনপ্রিয় লজিস্টিক প্লাটফর্ম পাঠাও টং থেকে আপনার প্রয়োজনীয় সব পণ্য অর্ডার করুন নিশ্চিন্তে।
কাঁচাবাজার, মাংস, মাছ, ফলমূলসহ যেকোনো গ্রোসারি সামগ্রী পেয়ে যাবেন পাঠাও টং-এ। এছাড়াও বিকেলের নাস্তার জন্য ফ্রোজেন ফুড, কোল্ড ড্রিংকস, স্ন্যাক্সও পেয়ে যাবেন এখানে। বাইরে যেয়ে বাজার করার ঝামেলা এড়ান সাশ্রয়ী মূল্যে পাঠাও টং ব্যবহার করে।
আপনার প্রতিদিনের গ্রোসারি আইটেমগুলো অর্ডার করুন পাঠাও টং-এ আর সবচেয়ে কম সময়ের মধ্যে পেয়ে যান আপনার দোরগোড়ায়।
অনলাইন শপিং এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করতে পাঠাও টং আছে আপনার পাশে। তাই আর দেরি না করে আপনার নিত্য দিনের প্রয়োজনীয় সামগ্রী দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি পেতে আজই পাঠাও অ্যাপ ডাউনলোড করুন ও অর্ডার করুন পাঠাও টং থেকে।