পাঠাও ফুড ডেলিভারিতে এখন আরো বেশি আয়!
- পাঠাও ফুড
- মে 8, 2019
প্রত্যেকটি ফুড ডেলিভারিতে আয় করুন আরো বেশি। কারন এখন থেকে ফুড ডেলিভারি করা যাবে ৩ কিলোমিটারেরও বেশি দূরে তাই প্রত্যেকটি ডেলিভারিতে পেয়ে যাবেন আরো বেশি টাকা।
কিভাবে পাবেন:
· ৩ কিলোমিটারের মধ্যে যেকোন ডেলিভারিতে পাবেন ৬০ টাকা।
· আর ৩ কিলোমিটারের বেশি গেলেই প্রত্যেক কিলোমিটারে যোগ হবে বাড়তি ৫ টাকা।
শর্তাবলী:
- ৩ কিমি এর বেশী প্রত্যেক কিলোমিটারে ৫ টাকা বাড়তি আয়। বি.দ্র. ডেলিভারির ক্ষেত্রে মোট দূরত্ব ৩.৫ কিলোমিটার হলে বাড়তি আয় হবে ২.৫ টাকা। বাড়তি আয়ের ক্ষেত্রে গুগল ম্যাপ এর ওয়াকিং ডিসট্যান্স অনুযায়ী দূরত্ব হিসাব করা হবে।
- প্রত্যেকটি ডেলিভারির মোট দূরত্ব গুগল ম্যাপ থেকে হিসেব করে তারপর টাকা প্রদান করা হবে।
- বাড়তি আয়ে মুখে ফুটুক হাসি। পাঠাও ফুড ডেলিভারিতে আয় এখন অনেক বেশি।
- এই পলিসি শুধুমাত্র ঢাকা ফুড ম্যান দের জন্য প্রযোজ্য