ফুডম্যানদের জন্য ৳৫০০ পর্যন্ত বোনাস – ডিজিটাল পেমেন্ট ‘নগদ’ করলেই!
- ডিজিটাল পেমেন্ট
- জুলাই 21, 2020
ইউজারকে বলুন পাঠাও ফুড, টং এবং ফার্মার বিল ডিজিটাল পেমেন্টে নগদ করতে! কেন? কারণ এখন থেকে পাঠাও ফুড, টং এবং ফার্মার বিল ডিজিটাল পেমেন্টের মাধ্যমে নগদ – এ নিলেই ফুডম্যানরা পাচ্ছেন নিশ্চিত বোনাস!
ডিজিটাল পেমেন্ট নগদ- এ নিলে ফুডম্যানদের জন্য রয়েছে দারুণ সব বোনাস:
২০টি ডেলিভারিতে | ৳২০০ বোনাস |
৩০টি ডেলিভারিতে | ৳৩০০ বোনাস |
৪০টি ডেলিভারিতে | ৳৪০০ বোনাস |
৫০টি ডেলিভারিতে | ৳৫০০ বোনাস |
শর্তসমূহঃ
- এই অফার চলবে ৬ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত!
- বোনাসের টাকা ক্যাম্পেইন শেষে অর্থাৎ ৬ সেপ্টেম্বর, ২০২০ এর পরে সর্বোচ্চ ৩ কার্যদিবসের মধ্যে আপনার ক্রেডিট ব্যালেন্সে পৌছে যাবে।
- ফ্রড/নকল ট্রিপ ভেরিফাই ও গণনার পর ক্যাম্পেইন শেষে এই বোনাস প্রদান করা হবে। নিজের নগদ অ্যাকাউন্ট দিয়ে ইউজারের বিল পরিশোধ করলে তা ফ্রড হিসেবে গণনা করা হবে।
- বোনাস পেতে অবশ্যই ডিজিটাল পেমেন্ট নগদ – এর মাধ্যমে গ্রহন করতে হবে।
- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এবং খুলনা এর সকল ফুডম্যানদের জন্যই অফারটি প্রযোজ্য।
- পাঠাও কর্তৃপক্ষ এই অফার পরিবর্তন করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।