পাঠাও ব্লগ

সকল বিবৃতি, আপডেট, রিলিজ ও অন্যান্য

blog image

চলমান পরিস্থিতিতেও ডেলিভারি চলছে সারাদেশে

চলমান পরিস্থিতিতেও ডেলিভারি চলছে সারাদেশে

দেশসেরা  কুরিয়ার সার্ভিস পাঠাও কুরিয়ার, দেশের ৬৪টি জেলায় দ্রুত, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যে ডেলিভারি দিয়ে আসছে।  একই শহরে ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া সহ পাঠাও কুরিয়ার-এর অর্গানাইজড ও উন্নত প্রযুক্তি  মার্চেন্ট ও গ্রাহকদের  কাছে খুবই জনপ্রিয়। 

দেশের চলমান পরিস্থিতিতে মার্চেন্টরা তাদের ব্যবসায়ে প্রতিকূলতার সম্মুখীন যেন না হন তা অগ্রাধিকার দিয়ে পাঠাও কুরিয়ার নিরলস কাজের মাধ্যমে ডেলিভারি কার্যক্রম যথাসাধ্য চালিয়ে যাওয়া নিশ্চিত করেছে। এছাড়াও, পাঠাও কুরিয়ার-এর কাস্টমার সার্ভিস গ্রাহকের যেকোনো জিজ্ঞাসার  উত্তর বা সমাধান দেওয়ার চেষ্টা করেছে।

বর্তমান পরিস্থিতি কিছুটা  স্বাভাবিক হওয়ায় পাঠাও কুরিয়ার-এর সার্ভিস এখন স্বাভাবিক। দেশের আইনি নিয়মকানুন মেনে পণ্যের নিরাপত্তা নিশ্চিত করে দেশজুড়ে ডেলিভারি কার্যক্রম নিশ্চিত করছে পাঠাও কুরিয়ার। আপনার ব্যবসায়ের ডেলিভারি দ্রুত, কম খরচে ও নিরাপদে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ও বিক্রয় বৃদ্ধিতে পাঠাও কুরিয়ার আছে  আপনার পাশে। পাঠাও-এর সাথেই থাকুন।